Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবধান, খুনির দল আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ২২:৪৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২৩:৪১

ঢাকা: বিএনপিকে খুনি-সন্ত্রাসীর দল আখ্যায়িত করে দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ ওদের ভালো লাগে না। ওরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কাজেই সাবধান দেশবাসী, সতর্ক হোন।’

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলিস্তানে শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ওরা (বিএনপি) সন্ত্রাসীর দল। খুনের মধ্য দিয়ে এই দলের সৃষ্টি হয়েছিল। ওদের দলের নেতা হলো খুনি জিয়াউর রহমান। ওদের দলের নেতা হলো খুনি খালেদা। ওদের দলের নেতা হল খুনি তারেক রহমান।’

এসময় নেতাকর্মীদের উদ্দেশে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ‘ওরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। উন্নয়নের বাংলাদেশ ওদের ভাল লাগে না। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ওদের ভালো লাগে না। শিল্প-কলকারখানায় স্থিতিশীলতা ওদের ভালো লাগে না। কৃষক তার ন্যায্যমূল্য পাচ্ছে, তাই ওদের ভাল লাগে না।’

বিএনপি নেতাদের ঢাকা অবরোধের ঘোষণার বিষয়ে নানক বলেন, ‘আমরা পরিস্কার বলতে চাই, মির্জা ফখরুল সাহেব অবরোধ করে দেশে যদি কোনো অস্থিতিশীলতা করেন, অশান্তি সৃষ্টি করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করেন; তাহলে আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। আর বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমদু, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসসহ মহানগর নেতারা।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকে উপস্থিত থাকলেও সময় স্বল্পতার কারণে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অন্যরা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন।

সারাবাংলা/এমও

খুনির দল নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর