Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন হবে কি হবে না, এখনই বলতে পারবো না: ইসি আনিছুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ২২:১১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২২:৫০

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন আদৌ হবে কি হবে না, এখনই বলতে পারবো না। রাজনৈতিক পরিস্থিতি কী হবে না হবে, কেউ বলতে পারছি না। আমরা আশা করি যে, একটা ভালো পরিবেশ হবে।’

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের অনুকূল পরিবেশ আছে কি না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আনিছুর রহমান এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘আমরা আমাদের কাজ করে যাচ্ছি। নির্বাচনী সামগ্রী পাঠানো থেকে শুরু করে নির্বাচনের সবকিছু এগিয়ে রাখছি যে আমরা নির্বাচন করতে পারব। এখন তো আমি এ কথা বলতে পারব না যে নির্বাচন আদৌ হবে কি হবে না। সেটি পরিবেশ পরিস্থিতির ওপর… তখন কী হবে, না হবে সেটা। তবে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। এই মুহূর্তে কিছু বলার নেই।’

তিনি বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি কী হবে, না হবে কেউ বলতে পারছি না। কাজেই আমরা আশা করি যে একটা ভালো পরিবেশ হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ হোক, যেটাই হোক তখন কিন্তু আমাদের একার কিছু করার থাকবে না। সে ক্ষেত্রে ভোটার উপস্থিতি, ভোটারদের নিরাপত্তার জন্য রাজনৈতিক দলগুলোরও এগিয়ে আসতে হবে। যদি সমঝোতা হয়, তাহলে পরিস্থিতি একরকম হবে। আর সমঝোতা না হলে পরিস্থিতি অন্য রকম হবে। সেটি নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। আমরা এখনই কিছু আগ বাড়িয়ে বলতে পারব না।’

ভোটারদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ইসি কমিশনার বলেন, ‘পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে একরকমের, আর পরিস্থিতি ভালো না থাকে, তখন সার্বিকভাবে নিরাপত্তারই একটা ব্যবস্থা করতে হবে। ভোটার, সামগ্রী (নির্বাচনী সামগ্রী), ভোটগ্রহণ কর্মকর্তাসহ সামগ্রিক বিষয়ে ব্যবস্থার মধ্যে আসতে হবে। এখনই আমরা এই কথা না বলি। দেখি কী হয়।’

বিজ্ঞাপন

দেশের বর্তমানে নির্বাচনের পরিবেশ অনুকূলে আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি দেখছি না যে আমাদের সামনে কোনো বাধাবিপত্তি আছে। নির্বাচনের এখনো বেশ সময় আছে। নির্বাচনের তফসিল দেওয়ার আরও সময় আছে।’

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে ইসি বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দল প্রত্যেকেই যাতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে— সেটিই আবেদন থাকবে। জনগণ যাতে নির্বিঘ্নে, অবাধে, সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সে জন্য সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান— সবাই এগিয়ে আসুক। নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুক।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের কর্মপরিকল্পনায় ভোটের পরও এবার আমরা নিরাপত্তা বাহিনী যাতে মাঠে থাকে সে রকম একটা প্রস্তাব রেখেছি। আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা দেওয়া আছে। আমাদের পরিকল্পনায় আছে যে, যদি প্রয়োজন হয় নির্বাচনোত্তর কোনো সহিংসতাও যাতে না হয়।’

সারাবাংলা/জিএস/এমও

ইসি আনিছুর নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর