Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই লেকে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ২১:৫৪

রাঙ্গামাটি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে কাপ্তাই লেকের রাঙ্গামাটি শহিদ মিনার ঘাটে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে জেলা শহরের বিভিন্ন এলাকার মানুষজন শহিদ মিনার এলাকায় ভিড় জমান। প্রতি বছরই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় নৌকা বাইচের ব্যবস্থাপনায় থাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা।

বিজ্ঞাপন

এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সুপ্রদীপ চাকমা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরির মধ্যে নারীদের ডিঙি নৌকা, পুরুষদের সাম্পান এবং নারী-পুরুষের পৃথক দলগত বাইচ প্রতিযোগিতা হয়েছে।

প্রতিযোগিতা শেষে ৪টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সারাবাংলা/এমও

কাপ্তাই লেক নৌকাবাইচ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর