‘ইসরাইলকে ১০০ কোটি টাকা দিয়েছেন ইউনূস’
১৮ অক্টোবর ২০২৩ ১৯:২০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২১:৪৪
চট্টগ্রাম ব্যুরো: ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরাইলকে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার সময় শিশু রাসেল ভেবেছিল, তাকে হয়তো মারবে না। কিন্তু তাকেও হত্যা করে অসভ্যতার চূড়ান্ত নজির সেদিন স্থাপন করে ঘাতকেরা। এই ঘাতকদের দল হচ্ছে বিএনপি-জামায়াত। তারা এখন মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার জন্য। অসাংবিধানিক ও গণবিরোধী সরকার প্রতিষ্ঠার অপতৎপরতা শুরু করেছে তারা।’
‘এদের মহাগুরু ড. মুহাম্মদ ইউনূস ইসরাইলকে ১০০ কোটি টাকার যুদ্ধ সহায়তা দিয়েছে। আমরা যারা প্রকৃতপক্ষে ধর্মে বিশ্বাস করি, মানবতাকে ধারণ করি, আমাদের অবশ্যই এই মানবতাবিরোধী অপশক্তির ছায়া মুছে দিতে হবে।’
সভাপতির বক্তব্যে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘শেখ রাসেলকে যারা খুন করেছিল, তারা আশ্রয় পেয়েছে পশ্চিমা সভ্যদেশে। এই সভ্য দেশগুলোর হামলায় ফিলিস্তিনের পবিত্র ভূমি আজ রক্তে রঞ্জিত। সেখানে অনেক রাসেল প্রতিদিন খুন হচ্ছে। আমাদের দেশেও এই বর্বর হত্যাকারীদের আর্শীবাদ নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়। এদের প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে আছে।’
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার।
সারাবাংলা/আরডি/এনইউ