Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মহানগর আওয়ামী লীগে নতুন দায়িত্বে মায়া-নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ১৮:২৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২০:১৪

ঢাকা: নতুন দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকার চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে তারা কাজ করবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক এবং দক্ষিণে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ অক্টোবর) গুলিস্তানে আয়োজিত এক সমাবেশ শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে এসব তথ্য জানান। শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যৌথভাবে এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে।

মির্জা আজম সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিকভাবে দলীয় কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাদের সঙ্গে সমন্বয় করে মায়া ও নানক এখন থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড দেখভাল করবেন।

সারাবাংলা/এনআর/এমও

ঢাকা মহানগর মায়া-নানক