Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ২৩:১০

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার কাউন্সিলের সচিব ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষাকেন্দ্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় প্রায় ৪০ হাজার আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে আইন পেশা অনুশীলন করতে পারেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী বার কাউন্সিল বাংলাদেশ বার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর