Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মাসের জন্য প্রস্তুতি নিন— নেতাকর্মীদের গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ২২:৪৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ০৯:২৯

ঢাকা: আগামী এক মাসের জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মালিবাগের এক রেস্তোরাঁয় আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেনের আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা দেশপ্রেমিক, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের ভোটাধিকারে বিশ্বাসী, যারা সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছেন, বিজয় না আসা পর্যন্ত তাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টি দ্রুত রাজপথে ফয়সালা করতে চাই। আগামী এক মাসের জন্য আপনারা প্রস্তুত থাকবেন, যখন যে ডাক আসবে, সেই ডাকে সাড়া দেবন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘নিজ নিজ এলাকায় প্রস্তুত থাকবেন। যত কঠিন হোক, প্রস্তুত থাকবেন। নিজ নিজ এলাকা নিজেরা মোকাবেলা করবেন। এই দেশটা জনগণের। জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শক্তিশালী দল বলেই বিশিষ্টজনরা এখনো বিএনপিতে যোগদান করছেন। আমার মনে হয় বিএনপি এত শক্তিশালী হতো না যদি শেখ হাসিনা এত কথা না বলত। আমাদের ছেলেরা এত সাহসী হতো না যদি শেখ হাসিনা ঘরে ঘরে নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা না দিত। আওয়ামী লীগের চেয়ে বিএনপি রাজনীতিতে বেশি দিন থাকবে। কারণ আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়, সেখানেই বিএনপি সফল হয়।’

বিজ্ঞাপন

যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিরীন সুলতানা, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/টিআর

গয়েশ্বর চন্দ্র রায় টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর