নিখোঁজের ৬ দিন পর খালে মিলল শিশুর লাশ
১৭ অক্টোবর ২০২৩ ১৮:১৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ২০:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী থেকে নিখোঁজের ছয়দিন পর বাড়ির পেছনের একটি খাল থেকে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের পেছনে জলকদর খালে তার লাশ পাওয়া যায়।
মৃত নূর উল্লাহ মাপি (৬) গুনাগরি এলাকার নুরুল আনছারের ছেলে। সে আবু বক্কর ফোরকানিয়া মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এস আই) মজনু মিয়া সারাবাংলাকে বলেন, ‘গত ১১ অক্টোবর বিকেলে শিশুটি তাদের বাড়ির সামনে খেলা করছিল। এরপর তাকে আর পাওয়া যাচ্ছিল না। এঘটনায় একটি নিঁখোজের মামলাও করা হয়। আজ (মঙ্গলবার) সকালে তাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে জলকদর খালে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘তাদের বাড়ির পেছনে একটি খাল আছে। সেখানে জোয়ার-ভাটা আসা যাওয়া করে। মনে হয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি খালে পড়ে গেছে। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
সারাবাংলা/আইসি/এনইউ