Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নাইমুলসহ ৪ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ১৭:০২

ঢাকা: সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (বি-ওয়াপদা ভবন কর্পোরেট শাখা) মো. নাইমুল ইসলামসহ চারজনকে অর্থ আত্মসাতের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সোনালী ব্যাংকের হিসাবধারী রফিকুল ইসলাম, মো. আল আমিন ও মোছা. লিপি বেগম।

রায়ে আসামি নাইমুলের প্রতারণা ও অর্থ আত্মসাতের দুটি পৃথক ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ৮১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাকে আরেক ধারায় ৫০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

অর্থ আত্মসাতের অভিযোগে অপর তিন আসামির পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের ৮১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এদিন কারাগারে আটক আসামি নাইমুল ও রফিকুলকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আল আমিন উপস্থিত হন। তাদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। তবে আসামি লিপি উপস্থিত না থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ২১ জুন পর্যন্ত আসামিরা বিভিন্ন তারিখে এক কোটি উনিশ লাখ তের হাজার দুইশত চার টাকা নির্বারিত হিসাবে জমা না করে চারটি হিসাবে পরস্পর যোগসাজশে স্থানান্তর করে প্রতারণাভাবে আত্মসাৎ করেন। এই ঘটনায় ২০১৮ সালের ২৩ জুন সোনালি ব্যাংকের ডেপুটি জেনারেল মেনেজার মো. মনিরুজ্জামান বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

তদন্ত শেষে গত ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপ- সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ৮ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময়ে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত।

সারাবাংলা/এআই/এনইউ

অর্থ আত্মসাৎ টপ নিউজ প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর