‘আল্টিমেটামে লাভ হবে না, সংবিধান থেকে একচুলও নড়ব না’
১৭ অক্টোবর ২০২৩ ১৫:৫৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১৭:৪১
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা ও আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। আমাদের বার্তা হচ্ছে সংবিধান থেকে আমরা একচুলও নড়ব না।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোন বার্তা দিয়ে ও আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। বাংলাদেশের জনগণ আর আমাদের সংবিধান আমাদের নির্বাচনের চালিকাশক্তি। সংবিধান যা বলবে আমরা তাই করব।’
‘পাঁচ বছরে কমপক্ষে ১৫শ বার্তা তারা দিয়েছে। এখানেই আমাদের শেষ। একে একে ১৫ বছর চলে গেছে। আমরা বন্ধুদের পরামর্শ শুনব কিন্তু সংবিধান থেকে থেকে আমরা একচুলও নড়ব না। বার্তা দেন আর আল্টিমেটাম দেন জানিয়ে দিলাম। এটি হলো আমাদের থেকে বার্তা। আপনারা বার্তা দিলেন আমাদেরও বার্তা আছে। আমাদের বার্তা হচ্ছে আমরা সংবিধান থেকে একচুলও নড়ব না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে বলে’ আশ্বস্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশি-বিদেশি বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন আপনারা সুষ্ঠু চান, ফ্রি ফেয়ার চান, ক্রেডিবল চান। আমরা ক্রেডিবল, একসেপটেবল ফ্রি ফেয়ার ইলেকশন করব। আমাদের বিরুদ্ধে বদনাম করা হয়। ২০১৮ সাল নিয়ে কিন্তু ২০০৮ সালের নির্বাচনে তখন তো এসব অভিযোগ ছিল না?’
বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসী ঢাকায় এনে নাশকতা করার ষড়যন্ত্র করছে। এই নাশকতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত আছে বলেও জানান ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিক সুজাত, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ সেলিনা আহমেদসহ অন্যরা।
সারাবাংলা/এনআর/একে