দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি
১৭ অক্টোবর ২০২৩ ০৯:৩৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১৪:০৯
দিনাজপুর: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে বন্দর অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।
অন্যদিকে, বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। সে চিঠির প্রেক্ষিতে আগামী ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত টানা ৭দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী ২৬ অক্টোবর থেকে আবারও আমদানি-রফতানি স্বাভাবিক হবে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া সব দিনই পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চলবে। বন্দর থেকে পণ্য খালাস করে আমদানিকারকরা যাতে দ্রুত বাজারজাত করতে পারে সেজন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।‘
হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীদের সেবা দিতে আমরা প্রস্তুত।’
সারাবাংলা/এমও