Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানসাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ২২:৩৯

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে কানসাট-সোনা মসজিদ মহাসড়কের কানসাট মিলিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ধোবরা গ্রামের চিকু আলীর ছেলে মতিউর রহমান মতি। তবে আতহ দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল ৫টার দিকে সোনা মসজিদগামী খলি ট্রাক মিলিক মোড়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটো যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন দুই জন। ফায়ার সার্ভিস এসে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, কানসাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ও দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম

কানসাট নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর