Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার সমন্বয়ক নুর কামাল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ২১:২০

কক্সবাজার: আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম সমন্বয়কারী ও আরাকান সলভেশন আর্মির (আরসা) সদস্য নুর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৫ অক্টোবর) মধ্যরাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি এলজি ও দুইটি ওয়ানশুটার গান এবং বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, জিজ্ঞাসাবাদে সমিউদ্দিন জানিয়েছেন যে, মুহিবুল্লাহ প্রত্যাবাসনের জন্য কাজ করায় তার পেছনে লাগে আরাকান সলভেশন আর্মি (আরসা)। বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়ার পরও তিনি সরে না আসায় তাকে হত্যার নির্দেশনা দেয় আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী। তার নির্দেশনা পেয়ে মুহিবুল্লাহকে হত্যার মিশনে সমন্বয় করেন আরসার ক্যাম্প কমান্ডার নুর কামাল ওরফে সমিউদ্দিন।

খন্দকার আল মইন জানান, ঘটনার দিন দুই গ্রুপে বিভক্ত হয়ে হামলায় নেতৃত্ব দেয় আরসা। মুহিবুল্লাহকে গুলি করে হত্যার পর ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ছাড়ে আরসা।

সারাবাংলা/এনইউ

গ্রেফতার টপ নিউজ নুর কামাল নেতা মুহিবুল্লাহ রোহিঙ্গা র‍্যাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর