Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না সাফিনের, সড়কে গেল প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ২১:০৫

দিনাজপুর: জেলার বিরামপুরে এসএসসি’র টেস্ট পরীক্ষা দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শাহারিয়ার পারভেজ সাফিন (১৪) নামের এক স্কুলছাত্র।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বটতলী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারিয়ার পারভেজ সাফিন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। সে বিজুল মডেল হাইস্কুলের ছাত্র ছিল। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মামা আমিনুর জানান, শাফিন বেশ কিছুদিন থেকে দিওড় এলাকার তার নানা এন্তাজুল ইসলামের বাড়ি থেকে লেখাপড়া করতেন। সকালে মোটরসাইকেল নিয়ে বিজুল মডেল স্কুলে টেস্ট পরীক্ষা দিতে যান শাফিন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। পরিবার অভিযোগ জানালে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

পরীক্ষা বাড়ি ফেরা শাফিন