২৪ অক্টোবর আসছে গড়াই মিউজিকের ‘দিবাস্বপ্ন’
১৬ অক্টোবর ২০২৩ ২০:২০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ২১:২০
ঢাকা: গড়াই মিউজিক ব্যানারে ‘দিবাস্বপ্ন’ শিরোনামের একটি চিত্তাকর্ষক গান রিলিজ হতে যাচ্ছে। সম্পূর্ণা গাঙ্গুলির কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ ও প্রতিভাবান কণ্ঠ শিল্পী ত্রিবেণী পাল পূর্বা। আদিত্য বসাকের মন্ত্রমুগ্ধকর কম্পোজিশন গানটি দর্শক শ্রোতাদের মুগ্ধ করবে।
প্রযোজক ফখরুল আরেফিন খান গানটির রিলিজ কেন্দ্র করে বলেন, ‘দুর্গাপূজার ঢাকের বাজনা, উলুধ্বনি ও নানাবিধ আনন্দ অনুষঙ্গে দিবাস্বপ্ন গানটি একটি নতুনমাত্রা যোগ করবে। এটি স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক এবং ইউটিউব মিউজিক সহ লিডিং মিউজিক প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউশনে একযোগে রিলিজ হবে।’
‘দিবাস্বপ্ন’ গানটি প্রযোজক ফখরুল আরেফিন খান এর নির্দেশনায় অনলাইন প্ল্যাটফর্মে একটি মিউজিকাল উপহার হিসেবে প্রদর্শিত হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠাটি মনে করছেন যে, এই মিউজিক প্রোডাকশনটি বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে।
সারাবাংলা/একে