Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে মেয়ের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ১৯:৫৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রকাশ্যে মেয়ের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দায়কোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়ে সিঁথি কর্মকারকে আটক করে পুলিশ। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। নিহত ঝুমা কর্মকার (৪৮) বগুড়ার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বগুড়ার শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এস.আর বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যায় মেয়ে সিঁথি। এসময় মেয়ের সঙ্গে মাও বাস থেকে নেমে যান। বাস থেকে নামার কারণ জিজ্ঞেস করতেই সিঁথি তার ব্যাগ থেকে চাকু বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করেন।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত ঝুমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঝুমা কর্মকারের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সিঁথি কর্মকারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সিঁথি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে কি কারণে তিনি এমন কাজ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনইউ

ছুরিকাঘাত টপ নিউজ মা মৃত্যু মেয়ে সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর