Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারিকেল গাছে ঝুলছিল দিনমজুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ১৭:৩৮

বাগেরহাট: জেলার শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আকন (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ আকন পাশ্ববর্তী দক্ষিণ কদমতলা গ্রামের মৃত রহেন আকনের ছেলে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. খায়রুল শরীফ জানান, দিনমজুর হাফেজ আকন নৃপেন কুলুর বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করতে গাছে উঠেছিলেন। গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সঙ্গে হঠাৎ পাতার স্পর্শ লাগলে নারকেল গাছ বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের মাথায়ই ঝুলতে থাকেন আকন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে তাকে মৃত অবস্থায় নামিয়ে আনেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শরণখোলা থানা ওসি মো. ইকরাম হোসেন জানান, বিদ্যুতে স্পৃষ্ট হাফেজ আকনের লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু অন্যের বাড়িতে কাজে গিয়ে মারা গেছেন, তাই সন্দেহ দূর করতে লাশের ময়নাতদন্ত করা হবে।

সারাবাংলা/পিটিএম

ঝুলছিল বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর