‘মির্জা ফখরুলরা কাকের মতো দূর বিশ্বের দিকে তাকিয়ে’
১৬ অক্টোবর ২০২৩ ১৪:২৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৬:০৪
ঢাকা: ‘পশ্চিমা বিশ্বের সমর্থন আমাদের সাহস যোগাচ্ছে’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণের ওপরে তাদের কোনো আস্থা নেই। জনগণের প্রতি আস্থা নেই বলে দূর দেশ থেকে কে কি বললো সেদিকে তাকিয়ে বিএনপি। কাক যেমন উচ্ছিষ্ট ফেললে, তা খাবার জন্য তাকিয়ে থাকে। মির্জা ফখরুলরাও কাকের মতো জনগণের দিকে তাকিয়ে না থেকে, দূর বিশ্বের দিকে তাকিয়ে রয়েছেন।’
সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের আন্দোলনে কেউ সমর্থন জানায়নি, তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেও কেউ সমর্থন জানায়নি, নিরপেক্ষ সরকারের দাবিতেও কেউ সমর্থন জানায়নি। পশ্চিমা বিশ্বের অবস্থান যেমন ইসরাইলকে সাহস যোগাচ্ছে, তেমনি মির্জা ফখরুল ইসলাম ভাবছেন তাদেরও সাহস যোগাচ্ছে।’
ক্ষমতার মালিক জনগণ, তারাই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা জনগনের শক্তিতে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশসহ অন্য দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। মির্জা ফখরুল ইসলামরা এসব বলে তাদের কর্মীদের চাঙা করার জন্য। তবে বিএনপি যেভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার এসব শর্ত দিয়ে কোনো সংলাপ হতে পারে না।’
সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠনের বাধ্যবাধকতা নেই, তাহলে সরকার গঠন কেন, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘এটা সত্য। তবে সরকার গঠন হবে কিনা সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’
সারাবাংলা/জেআর/এমও