জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন ইনায়েতুর রহিম
১৫ অক্টোবর ২০২৩ ২২:১৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১১:৪৪
ঢাকা: আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে রোববার (১৫ অক্টোবর) এ নিয়োগ দেওয়া হয়।
২০০৭ এর ৩ এর ২ এর (ক) বিধি মোতাবেক এ নিয়োগ দান করা হয়। প্রজ্ঞাপন জারির দিন থেকে এটি কার্যকর হবে।
আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩ (২) (ক) মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব এম. ইনায়েতুর রহিম-কে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ হাসান সিদ্দিকী দীর্ঘদিন জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম তার স্থলাভিষিক্ত হলেন। জুডিসিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে অধস্তন আদালতের সব বিচারক নিয়োগ হয়ে থাকে।
সারাবাংলা/কেআইএফ/একে