Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি সরঞ্জাম কার্যালয়গুলোর নিরাপত্তা দিতে ইসির চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ২২:০৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ২৩:৪০

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আঞ্চলিক, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে করতে বলা হয়েছে।

সম্প্রতি ইসির সেবা শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জননিরাপত্তা বিভাগে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে কমিশন। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনি মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসসমূহে সংরক্ষণ করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আগে এ সব অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। জনস্বার্থে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ওই অফিসসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

চিঠিতে বলা হয়, এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয় বিশেষত আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস বা থানা নির্বাচন অফিসসমূহের এখন থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

ইসি টপ নিউজ নির্বাচন নির্বাচনি সরঞ্জাম সিইসি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর