Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশতেহার প্রণয়নে তৃণমূলের মতামত চায় আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ২১:৩৬

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের কাছে মতামত পাঠানোর অনুরোধ করেছে আওয়ামী লীগ। ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়— এ সম্পর্কিত প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব এবং দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এক চিঠিতে এ অনুরোধ জানান। জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কের বরাবর এই চিঠি পাঠানো হয়।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, আপনি অবগত আছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

এতে আরও বলা হয়, এ লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহ্বান করে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে— আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী এবং এ লক্ষ্যে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে তারা মনে করেন, এ সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

মতামত পাঠানোর ঠিকানা

বিজ্ঞাপন

সদস্য সচিব
নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি
বাংলাদেশ আওয়ামী লীগ
আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়
বাড়ি: ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা।
ইমেইল: [email protected]

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ইশতেহার তৃণমূলের মতামত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর