Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাম ঐক্যসহ ৩ দলের সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ২১:১২

ঢাকা: সরকার পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি ঠিক করতে গণতান্ত্রিক বাম ঐক্যসহ তিনটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

রোববার (১৫ অক্টোবর) বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি দলের সঙ্গে বিএনপির এই রুদ্ধদ্বার বৈঠক হয়।

এসব বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান বক্তব্য রাখেন।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদের দুই অংশ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম।

গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠকে ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সামছুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আবুল কালাম আজাদ, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ খান।

বাংলাদেশ গণঅধিকার পরিষদের দুই অংশের বৈঠকটি হয় আলাদা আলাদাভাবে। নুরুল হক নূরের নেতৃত্বে গণপরিষদের বৈঠকে ছিলেন রাশেদ খাঁন, এরশাদ সিদ্দিকী, শহিদুল ইসলাম ফাহিম, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, আফজাল হোসেন, খালিদ হোসেন।

অপর অংশের আহ্বায়ক রেজা কিবরিয়া অসুস্থতার কারণে আসতে পারেন নি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। তার সঙ্গে ছিলেন হাবিবুর রহমান, জিসান মহসীন, সাদ্দাম হোসেন, আরিফুর রহমান তুহিন, মাহবুব তুহিন,মোহাম্মদ তারেক রহমান, শিরিন আখতার, মোজ্জম্মেল হক মিয়াজি।

এনডিএমের বৈঠকে ছিলেন ববি হাজ্জাজ, মোমিনুল আমিন, হুমায়ুন পারভেজ খান, ফারুক উজ জামান চৌধুরী, নুরুজ্জামান হীরা।

এসব বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ বাম ঐক্য বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর