Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে চার হাজার পাখির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ১৯:২৮

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ে একটি খামারের চার হাজার বাজরিগা ও ককাটেল পাখির মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার সুরশাইল গ্রামের মো. শুভ্র শেখের খামারে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে মো. শাকিল সুলতান রানু (৪৮), মো. রাজু ফরাজী (২৮) ও মো. তানজিল শেখ (১০) আহত হয়েছেন। বৈদ্যতিক সর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

বিজ্ঞাপন

তরুণ উদ্যোক্তা মো. শুভ্র শেখ জানান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তিনি ৭-৮ বছর আগে পাখির খামার শুরু করেন। তিলেতিলে গড়ে তোলেন বিশাল পাখির খামার। তার খামারে ককাটেল ও বাজুরিকা জাতের কমপক্ষে চার হাজার পাখি ছিল। রোববার ভোর ৪ টার দিকে আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। উঠেই দেখেন ঘরের পাশে পাখির খামারে আগুন জ্বলছে। এ সময় আগুনে চার হাজার পাখি, নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুইটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী খামারি জানিয়েছেন।

চিতলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুল অদুদ বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

সারাবাংলা/একে

আগুন পাখির মৃত্যু মোংলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর