Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী এবার ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ১৮:৪০

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী চাইলেও এবার ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল লেক শো’রে আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। শনিবার (১৪ অক্টোবর) ঢাকার কাওলায় আওয়ামী লীগের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘যেভাবেই হোক এ দেশে নির্বাচন হবেই’।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা চাইলেন যে, বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন। কিন্তু সেটা এবার হবে না। ২০১৪ সালে যা করতে পেরেছেন, ২০১৮ তে যেটা করতে পেরেছেন এবার ২০২৪ সালে সেই নির্বাচন আপনি করতে পারবেন না। কারণ এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে করে সেটা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে যে, আমরা একা নই। যে কথাটা এখানে (সেমিনারে) আছে যে, জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, পশ্চিমা বিশ্ব তাদের কমিটেড টু ডেমোক্রেসি এটার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। গণতন্ত্রের প্রতি তাদের যে কমিটমেন্ট; সেই কমিটমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। এটা অস্বীকার করার উপায় নেই। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে আমরা যারা লড়াই করছি, সংগ্রাম করছি এটাকে সামনে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ, আমাদের নেতা তারেক রহমানের দেখানো পথ যেটা তিনি বার বার বলছেন যে, ফয়সালা হবে রাজপথে। রাজপথেই ফয়সালা করার জন্য আমরা রাজপথে নেমেছি, চূড়ান্ত বিজয় অবশই আমরা অবশ্যই অর্জন করতে সক্ষম হবো সেখানে বাংলাদেশের দ্বিতীয় মুক্তি সম্ভব হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আসল কথা হচ্ছে, উনি (শেখ হাসিনা) কালকে বলে দিয়েছেন তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই। অর্থাৎ যে যাই বলুক, মার্কিন যুক্ত যাই বলুক, ইউরোপীয় ইউনিয়ন যাই বলুক, আমরা রাজনৈতিক দলগুলো যাই বলি, উনার ওই সোনার হরিণ চাই। অর্থাৎ ক্ষমতায় কাউকে যেতে দেব না। টোটাল সংকটটা ওই জায়গায়।’

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বুধবার এক বিজ্ঞপ্তি বলেছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ অংশীজনের তাছে পাঁচটি সুপারিশ রেখেছে। গত ৭ অক্টোবর মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় এসেছিল এবং রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন কমিশনসহ সরকার প্রধান শেখ হাসিনার সাথে বৈঠক করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের প্রধানমন্ত্রী সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা জরবদখল করে, রাষ্ট্র ব্যবহার করে, জোর করে বসে আছেন। তিনি এবারও একই কায়দায় তফসিল পর্যন্ত নিয়ে যাচ্ছেন। সিদ্ধান্ত আমাদের এদেশের মানুষের, জনগণের সিদ্ধান্ত। তারা ১৯৭১ সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য সেই বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য আবার একটা লড়াই-সংগ্রামে নেমেছে। আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এই সংগ্রামে নেমেছি; শুধু আমরা না দেশের সব দেশপ্রেমিক এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারে রাস্তায় নেমে গেছি।’

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু কিছু লোক আছেন যারা সব সময় হতাশায় ভোগেন। আমার একটা বিশ্বাস যে, মাঠে থাকলে এই হতাশা আসে না। আমি তো আমার দলের কোনো মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা দেখি না। আমাদের সঙ্গে যারা আছেন যুগপৎ আন্দোলন করছেন তাদের মধ্যে কোনো হতাশা দেখি না। আমরা বিশ্বাস করি এই সংগ্রামে অবশ্যই জয়লাভ করবো। কারণ আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন।

বিএনপির মনিরুল হক চৌধুরী, মিজানুর রহমান মিনু, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল জবিউল্লাহ, নাসের রহমান, হারুনুর রশীদ, শামা ওবায়েদ, এবিএম আশরাফ উদ্দিন নিজাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফুর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে মির্জা ফখরুল ‘নো কমেন্ট’ সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। গ্রন্থটি সম্পাদনা করেছেন আলোকচিত্রী সাংবাদিক বাবুল তালুকদার। ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন লেখকের লেখা নিয়ে এই গ্রস্থটি প্রকাশ করা হয়। কলি প্রকাশনীর এই গ্রন্থটির মূল্য ৯৯৯ টাকা।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ নির্বাচন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর