Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ফুরিয়ে আসছে খাদ্যের মজুদ: ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩ ১৭:৪২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৭:৫৪

ইসরাইলের হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য খাবার রান্না করা হচ্ছে, ছবি: রয়টার্স

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। বিদ্যুৎ, পানি এবং ওষুধসহ জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতে গাজার অভ্যন্তরে খাদ্যের মজুদ ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। খবর সিএনএন।

রোববার (১৫ অক্টোবর) কায়রো থেকে একটি সাক্ষাৎকারে সংস্থাটির আঞ্চলিক পরিচালক করিন ফ্লেশার সিএনএন’কে এই তথ্য জানান। তিনি বলেন, গাজায় ডব্লিউএফপি’র খাদ্যের মজুদ ফুরিয়ে আসছে। এছাড়া নতুন করে আরও খাদ্য সংগ্রহ করতে পারছে না সংস্থাটি।

বিজ্ঞাপন

করিন ফ্লেশার বলেন, ১৩ লাখ মানুষকে দুই সপ্তাহ খাওয়ানোর জন্য গাজা সীমান্তে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যা যাওয়ার (গাজায়) জন্য প্রস্তুত। কিন্তু দলটি এখনো নিরাপদে গাজায় প্রবেশ করতে পারেনি।

তিনি আরও বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। যাতে তারা প্রবেশ করতে পারে। দুর্ভাগ্যবশত, আমরা এখনো তা নিশ্চিত করতে পারিনি। আমাদের সীমান্ত অতিক্রম করতে হবে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আমাদের নিরাপদ খাদ্য সরবরাহ করিডোর থাকতে হবে। (আমাদের) সময় ফুরিয়ে যাচ্ছে… মানুষ সত্যিই ক্ষুধার্ত।’

গাজায় প্রায় ৫ লাখ ২০ হাজার ফিলিস্তিনিকে প্রক্রিয়াজাত খাবার, রুটি এবং নগদ অর্থ প্রদান করেছে ডব্লিউএফপি। ফ্লেশার বলেন, ‘চরম অস্থিরতার মধ্যে দলটি ২ লাখ ২৪ হাজার মানুষের কাছে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে। আমাদের কর্মীরা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন— যেখানে খাবার নেই, শোবার জায়গা নেই, পানি নেই, বাথরুম নেই ও বিদ্যুৎ নেই।’

বিজ্ঞাপন

এদিকে চলমান যুদ্ধে গত এক সপ্তাহে ইসরায়েলি বোমা হামলায় ২ হাজার ৩২৯ ফিলিস্তিন নিহত হয়েছেন এবং অন্তত ৯ হাজার আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০০ শিশু রয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। এদিকে গত এক সপ্তাহে হামাসের প্রায় ১ হাজার ৩০০ ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া ৩ হাজার ৪০০ জনের বেশি নাগরিক আহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের ২৭৯ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া ১২৬ জনের বেশি সেনাকে অপহরণ করা হয়েছে।

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) হামাসের হামলার পর গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি ও ওষুধসহ সব ধরনের জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এদিন অকস্মিক ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম গাঁজা টপ নিউজ ডব্লিউএফপি ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর