Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ১৬:৫১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তুাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বারইটারী এলাকার কালী মন্দির এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিন আলম মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

নিহতের পরিবারের লোকজন বলছেন, শাহিন নিখোঁজ হওয়ার আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনের সন্ধানে বাড়ি থেকে বের হবার পর থেকে আর বাড়িতে ফেরেননি শাহিন।

স্থানীয় লোকজন জানান, শাহিন আলম গত দুইদিন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিলো না। রোববার সকালে বারইটারী এলাকার কালী মন্দির এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, শাহিন দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়টি আগে কেউ জানায়নি। খবর পেয়ে আজ একটি ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হলো। আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

কুড়িগ্রাম টপ নিউজ বস্তাবন্দি মরদেহ যুবক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর