র্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: প্রতিবেদনে সন্তুষ্ট নয় হাইকোর্ট
১৫ অক্টোবর ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৬:২৪
ঢাকা: নওগাঁয় আটকের পর র্যাবের হেফাজতে স্থানীয় ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর অভিযোগের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে সন্তুষ্ট নয় হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করে দিয়েছেন আদালত।
শুনানিতে আদালত বলেছেন, দাখিল করা প্রতিবেদনটি অস্পষ্ট। প্রতিবেদনে সুলতানা জেসমিনকে গ্রেফতারের প্রক্রিয়া সম্পর্কে কিছু বলা হয়নি। গ্রেফতারের পর তার আত্মীয়-স্বজনকে জানানো হয়েছিল কি না— সে বিষয়ে প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ কারণে আদালত এ প্রতিবেদনে সন্তুষ্ট নয়।
রোববার (১৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেছেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ, সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সারওয়ার পার্থ উপস্থিত ছিলেন।
পরে রিটের পক্ষের আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, ‘উচ্চ পর্যায়ের কমিটির দাখিল করা প্রতিবেদনে পুরোপুরি সন্তুষ্ট নয় আদালত। আদালত বলেছেন, সুলতানা জেসমিনকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছিল কিনা এ বিষয়টি রিপোর্টে আসেনি। সুলতানা জেসমিনকে গ্রেফতারের সময় তার পরিবারকে জানানো হয়েছিল কিনা সে বিষয়টি রিপোর্টে নেই এবং গ্রেফতারের সময় নিকটবর্তী থানাকে অবহিত করা হয়েছিল কিনা সে বিষয়টিও রিপোর্টে আসেনি।’
এসব কারণে দাখিল করা রিপোর্টে আদালত পুরোপুরি সন্তুষ্ট নয় বলে জানান আইনজীবী মনোজ কুমার ভৌমিক।
এর আগে, গত ১৩ জুন এ বিষয়ে গঠিত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করে দেন।
উল্লেখ্য, নওগাঁয় আটকের পর র্যাবের হেফাজতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর অভিযোগের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে কমিটিকে ৬০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
গত ৫ এপ্রিল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
গত ২৮ মার্চ এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে শুনানি করে সুলতানা জেসমিনের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। গত ২৮ মার্চ এ বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরপর এ বিষয়ে আইনজীবী মনোজ কুমার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানা জেসমিন (৪৫) আটক করে র্যাবের হেফাজতে নেওয়া হয়। এরপর গত শুক্রবার (২৪ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাবের দাবি, প্রতারণার অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।
তবে স্বজনদের অভিযোগ, র্যাব হেফাজতে নির্যাতনের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এমও