শর্ত নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: ওবায়দুল কাদের
১৫ অক্টোবর ২০২৩ ১৩:০৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৪:৩৪
ঢাকা: আসছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল বিএনপি যে শর্ত দিয়ে সংলাপ চেয়েছে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি যে শর্ত দিয়েছে, সেই ৪ শর্ত কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’
রোববার (১৫ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচন কমিশনারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ নির্বাচনকে সামনে রেখে সংলাপের জন্য বিএনপি যে চার শর্ত দিয়েছেন তা মেনে নিয়ে সংলাপে বসা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, তাকে পদত্যাগ করিয়ে তারা সংলাপ করবে কার সঙ্গে? তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, যা সংবিধানেই নেই। এই শর্ত যদি তারা প্রত্যাহার করে নেয় তাহলে সংলাপের চিন্তা করা যায়। শর্তযুক্ত কোনো সংলাপে আমরা নেই। এছাড়া অন্য যে বিষয় রয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই। লেভেল প্লেইং ফিল্ড, সুষ্ঠু নির্বাচনসহ যা যা, আছে সব কিছুর সঙ্গে আমরা একমত। বিএনপির শর্তযুক্ত কোনো সংলাপের চিন্তাই করছি না।‘
আমেরিকাকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বন্ধুত্বে কূটনৈতিক বিষয়ে যে আলোচনা কথাবার্তা হয়, তা সব সময় প্রকাশ্যে আলোচনা হয় না। অনেক সমঝোতা হয় ভেতরে। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সম্পর্ক উন্নয়নেরও প্রয়াস আছে।’
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ওই সময়ে ছোট পরিসরে একটা সরকার হতে পারে। গতবারের মতো হতে পারে। এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপরে নির্ভর করছে। তিনি যদি মনে করেন নির্বাচনকালীন সময়ে মন্ত্রিসভা ছোট করবেন, তাহলে হবে। আর যদি মনে করেন এমনই থাকবে তাহলে এমন থাকবে। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হয়ে যাবে শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা শুধু রুটিন ওয়ার্ক করবো।‘
সম্প্রতি ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি যে পাঁচ সুপারিশ রেখে ঢাকা ত্যাগ করেছে, সে বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সফররত প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কিন্তু সংলাপ নিয়ে কোনো আলোচনা তাদের সঙ্গে হয়নি। তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে বিস্তারিত কথা হয়েছে। নির্বাচন সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। ইলেকশন ফ্রি ফেয়ারের কথা তো আমরাও বলেছি। সংলাপ নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা করেনি। এখন যদি তারা মনে করেন তাহলে, সেটা তাদের বিষয়। মূলত বিষয় হলো আওয়ামী লীগের সঙ্গে প্রধান বিরোধী দলগুলোর আলোচনা।‘
তিনি বলেন, সংবিধানের বিধি-বিধান মেনেই আমরা নির্বাচন করবো। নির্বাচন অবাধ হবে, বিশ্বের অন্য দেশগুলোর মতো আমাদেন নির্বাচন হলো কিনা তা পর্যবেক্ষক দল দেখুক। সুষ্ঠু নির্বাচন করছি কিনা তা দেখুক তারা।’
সারাবাংলা/জেআর/এমও