Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত সেতুর উপর বাস উল্টে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ২২:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলীর নদীর শাহ আমানত সেতুর উপরে বাস উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মীর হোসেইন রবিন (৩০), মো মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম , সাহেবা(২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২) আরজু (১৭) ও লাকি আক্তার (৪০).

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সারাবাংলাকে জানান, বাসটি মইজ্জারট্যাকের গোলচত্বর টোল বক্স পার হতেই পেছনের চাকা ফেটে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝখানে উলটে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুইজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার কারণে অনেকক্ষণ ধরেই সেতুতে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে গাড়িটি সরিয়ে নেয়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

রুজি আক্তার নামে আহতদের এক স্বজন সারাবাংলাকে বলেন, ‘গাড়িটি আনোয়ারা থেকে চট্টগ্রাম আসছিল। শাহ আমানত সেতুর উপরে উঠতেই চাকা ফেটে যায়। ব্রীজ থেকে নদীতে পড়ে যাওয়ার আগেই সেটা উলটে পড়ে। আমার দুই আত্মীয় সেই গাড়িতে ছিল। তারা গুরুতর আহত হয়েছেন। ওখানে একজনের লাশ দেখতে পেয়েছি।’

সারাবাংলা/আইসি/একে

আমানত সেতু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর