Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকায় তুলে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ২১:১৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ২১:২০

গাইবান্ধা: ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাশীঘাট এলাকায় এক কিশোরীকে নৌকায় তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলায় প্রধান আসামি রনি মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হওয়া আসামি রনি মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার (রসুলপুর) গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (১২ এপ্রিল) বিকেলের দিকে কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর রনি মিয়া মেয়েটিকে একা পেয়ে ১৪ এপ্রিল সন্ধ্যা থেকে ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে কয়েকজন মিলে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটিকে নৌকার ভেতর রেখে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে ফুল ছড়ি থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযান চালিয়ে ফুলছড়ি এলাকা থেকে অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রনি মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

গ্রেফতার প্রধান আসামি সংঘবদ্ধ ধর্ষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর