‘শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা আ.লীগের দুর্গ হয়ে আছে’
১৪ অক্টোবর ২০২৩ ২০:৪০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ২২:০৫
ঢাকা: নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঘোষণা দিয়েছে অবরোধ করবে। কিন্তু তারা নিজেরাই অবরোধ হয়ে যাবেন। ঢাকা সিটি আর আশপাশ শেখ হাসিনার নেৃতত্বে আওয়ামী লীগের দুর্গ হয়ে আছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী দিনে জনসভা হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়া বিবেচনায় এক সপ্তাহ পেছানো হয়েছিল। আজ সেই জনসভা অনুষ্ঠিত হলো।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অনশনের খবর জানেন? মির্জা ফখরুল মিডিয়াকে বলেছে। আর সকালবেলা নাশতা করে আসছে। সকালে সোনারগাঁও থেকে খাবার এনে নাশতা করে এসেছে। আর এখন করে অনশন। বাসায় গিয়ে কখন আবার রাজখাবার খাবে, সেই অপেক্ষায় আছে।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুল নাকি শেখ হাসিনাকে আর সময় দেবে না। সময় দেওয়ার তুমি কে? সময় দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ আর এই দেশের মানুষ। আর কেউ নয়। ইদানিং আবার পিটার হাসের সঙ্গে কথাবার্তা বলে বাইরে এসে আজরাইলের সঙ্গেও কথা কয়। আজরাইল নাকি আমাদের মাথার চারপাশে ঘুরতেছে।’
তিনি আরও বলেন, ‘ফখরুল সাহেব শেষ পর্যন্ত আজরাইল আপনাকে আছড় করছে। আজরাইলের সঙ্গে কথা কন সরকার পতনের জন্য। পদযাত্রায় কাজ হয়নি, বিক্ষোভে কাজ হয়নি। গোলাপবাগের গরুর হাটে কাজ হয়নি, পল্টনের পদযাত্রায় কাজ হয়নি। এখন আজরাইলের সঙ্গে কথা বলছেন। আর কাকে দেখাবেন?’
ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞা আর আসে না। এখন কর্মীদের কী বলবেন? এতদিন বলছেন, আরে আমেরিকা আসতেছে। কই নিষেধাজ্ঞা? এখন তাদের (বিএনপি) আর কোনো উপায় নেই। উপায় একটা, আমেরিকা নিষেধাজ্ঞা নিয়ে যদি কখনো আসে। দুই সেলফিতে কাত হইয়া গেছে, ঘুম হারাম। নতুন দিল্লির সেলফি, নিউইয়র্কের সেলফি। দুই সেলফিতে ওদের ঘুম হারাম হয়ে গেছে।’
ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘোরাঘুরি করছেন মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা বিদেশে কারও কাছে ঘোরাঘুরি করতে যান না। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য, বর্তমান সংকট থেকে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে। সহ্য হয় না, অন্তর জ্জালা। জ্বালারে জ্বালা।’
সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন করে ওদের জ্বালা বাড়িয়ে দিয়েছে। অন্তর জ্বালায় এরা মরে। শেখ হাসিনা থাকলে এই দেশের আরও উন্নয়ন হবে। জনগণ বিশ্বাস করে, আজকের এই সংকট বিশ্ব সংকট শেখ হাসিনা সামলাচ্ছে। জনগণ এখনো মনে করে, বাংলাদশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার চেয়ে সৎ নেতা, দক্ষ নেতা, পরিশ্রমী নেতা, জনপ্রিয় নেতা, জনদরদি নেতা আর একজনও নেই।’
বিএনপি শাসনামলের অপকর্ম ধরে ওবায়দুল কাদের আরও বলেন, ‘এইসব জঘন্য অপরাধ যারা করে, বাংলাদেশের মাটিতে তাদের ক্ষমতায় ফিরে আসার কোনো অধিকার নেই। এরা অন্ধকারের জীব, এরা ভোট চুরি করে, এরা অর্থপাচার করে। ফখরুল আজকে বলে বাংলাদেশের অথর্নীতি ফোকলা হয়ে গেছে। ফখরুল, তোমার বিএনপি ফোকলা হয়ে গেছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আইএমএফ বলেছে, বাংলাদেশ অর্থনীতিতে অগ্রসরমান দেশ। আইএমএফ বলল, দেশের অর্থনীতি সঠিক খাতে আর ফখরুল বলে অর্থনীতি ফোকলা হয়ে গেছে।’ ইউরোপীয় ইউনিয়ন দাওয়াতে শেখ হাসিনা দেশের প্রয়োজনে যাবেন বলেও অবহিত করেন তিনি।
আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সব প্রস্তুত হয়ে যান। এদের ছাড়া হবে না। অবরোধ করবে বিএনপি ঘোষণা দিয়েছে। আসেন দেখি। অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন। শেখ হাসিনার নেৃতত্বে আওয়ামী লীগ দুর্গ হয়ে গেছে। অবরোধ করলে আপনারা নিজেরাই অবরোধে পড়বেন।’
ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও বক্তব্য দেন- সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফীসহ অন্যান্যরা।
সারাবাংলা/এনআর/পিটিএম