Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ সরকার সবার জন্য কাজ করে: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ১৮:১৯

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। যার যার ধর্ম সে স্বাধীন ভাবে পালন করবে। তার নীতি অনুসরণ করেই জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সবার জন্য কাজ করে যাচ্ছে।’

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূল সভায় এসব কথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের বসবাস। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে স্বাধীন ভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করে। চলতি মাসে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আরম্ভ হবে। এই উৎসব সবার।’

তিনি আরও বলেন, ‘মন্দির, মসজিদ, গির্জা নির্মাণসহ সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। এ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। এই ধারাকে অব্যহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, পৌর মেয়র মো. আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ দস্তগীর, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিনসহ অনেকে।

পরে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান মন্ত্রী এবং উপজেলার ৫৪টি পূজা মণ্ডপে সরকারি ও নিজস্ব তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ শিল্পমন্ত্রী সরকার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর