Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীকে গুলি করে ৩০ ভরি সোনা লুট, একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ১৭:৩৩

মানিকগঞ্জ: মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ ভরি সোনা ও এক লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীদের ধরতে গিয়ে জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার মো. জসিম উদ্দিনকে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ অক্টোবর) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী দিলীপ রাজবংশী দিলু বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমি কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। পথে দু’টি মোটরসাইকেলে পাঁচজন লোক আমাদের মোটরসাইকেল থামিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় আমাদের কাছে থাকা প্রায় ৩০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। একপর্যায়ে দৌলতপুরের গাজীছাইলে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।’

পথিমধ্যে ছিনতাইকারীদের গুলিতে মো. জাকির হোসেন (৩৫) আহত হন। তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল দু’টি উদ্ধার করেছে পুলিশ। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

মোটরসাইকেল সোনা লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর