বাস্তবায়নযোগ্য নির্বাচনি ইশতেহার উপহার দেবে আওয়ামী লীগ
১৪ অক্টোবর ২০২৩ ১৫:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৫:২৭
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল স্লোগান নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে অবতীর্ণ হবে আওয়ামী লীগ। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত যুগোপযোগী বাস্তবায়নযোগ্য ইশতেহার উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্ববায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। আমরা কল্পনাভিত্তিক নয় বাস্তবায়নযোগ্য একটা একটা নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”
শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে দলের ইশতেহার কমিটির বৈঠকের পূর্বে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচনে ‘স্মার্ট বাংলাদেশ’ মূল স্লোগান হিসাবে উপহার দেওয়া হবে জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, “২০১৮ তে বলেছিলাম ‘আমার গ্রাম, আমার শহর’ এটিকে আমরা নিয়েছিলাম। আমরা বলতে পারি অনেকটাই সফল হয়েছি। আজ বাংলাদেশের সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে পেরেছি। রাস্তা অনেক পাকা হয়েছে। সব গ্রামই আজ রাস্তায় সংযুক্ত হয়েছে।’
আবদুর রাজ্জাক বলেন, ‘আগামী নির্বাচনি ইশতেহারে এসডিজি গোলকে সামনে রেখে দেশকে ২০৩০ সালের উচ্চমধ্যম আয়ের দেশে রূপান্তর করতে চাই। সেই লক্ষ্যে আমরা এই নির্বাচন ইশতেহার প্রণয়ন করবো। সেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আমরা নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছি, সেই ধারাও অব্যাহত থাকবে।‘
কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যেই বাংলাদেশে আমি মনে করি একটা পূর্ণাঙ্গ নির্বাচনি পরিবেশ তৈরি হবে। সব মানুষ আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা তাদের প্রতিনিধি এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন করবে। কোনো অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। দল হিসাবে মনে করি ইশতেহার প্রণয়নের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাআল্লাহ, আগামী নির্বাচন হবে।’
ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এমও