Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা নেতাদের পায়ের নিচে মাটি নেই: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৩ ২২:৪২

জাহাঙ্গীর কবির নানক, ছবি: সারাবাংলা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে: সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নেতাদের পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নেতারা বড় বড় কথা বলেন। নির্বাচন করে দেখেন আপনারা কয় সিট পান। আপনাদের পায়ের নিচে মাটি নেই।‘

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের একটি আসনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে মন্তব্য করে নানক বলেন, ‘এই এলাকায় একটি আসনে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কাদের সাহেব এখানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই সমাবেশের সবাই ওই আসনে আবারও নৌকা চায়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশে নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ভংচং করবেন না। আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল। লন্ডনে বসা তারেকের লক্ষ্য এদেশে বাস্তবায়িত হতে দেব না।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শান্তি সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনএস

জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর