Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ২১:৫৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ২২:৩৩

ছবি: আলজাজিরা

ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। গাজায় বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের পর ইসরাইলের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন তিনি। খবর আলজাজিরা।

রামাল্লায় এক সংবাদ সম্মেলনে শাতায়েহ বলেন, ‘গাজায় আমাদের জনগণ গণহত্যার মধ্য দিয়ে যাচ্ছে। গাজা একটি বিপর্যয়পূর্ণ এলাকায় পরিণত হয়েছে।’

গাজা উপত্যকায় ছিটমহল ষষ্ঠ দিনের মতো বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরাইল গতকাল বৃহস্পতিবার জানায়, দেশটি গত ছয় দিনে গাজায় ৬ হাজার বোমা ফেলেছে, যার প্রতিটির ওজন ৪ হাজার টন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৬ হাজারের অধিক আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় প্রায় ১ হাজার ৩০০ ইসরাইলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৪০০ জন।

ইসরাইল দ্বারা অবরুদ্ধ গাজায় ২৩ লাখ লোকের বাসস্থান। যার মধ্যে অর্ধেক শিশু। ইসরাইলের অবিরাম বোমাবর্ষণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ফলে লাখ লাখ ফিলিস্তিনির তাদের বাড়ি ছেড়ে পালিয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইসরাইল গণহত্যা গাঁজা টপ নিউজ ফিলিস্তিন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর