গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: ফিলিস্তিন
১৩ অক্টোবর ২০২৩ ২১:৫৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ২২:৩৩
ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। গাজায় বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের পর ইসরাইলের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন তিনি। খবর আলজাজিরা।
রামাল্লায় এক সংবাদ সম্মেলনে শাতায়েহ বলেন, ‘গাজায় আমাদের জনগণ গণহত্যার মধ্য দিয়ে যাচ্ছে। গাজা একটি বিপর্যয়পূর্ণ এলাকায় পরিণত হয়েছে।’
গাজা উপত্যকায় ছিটমহল ষষ্ঠ দিনের মতো বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরাইল গতকাল বৃহস্পতিবার জানায়, দেশটি গত ছয় দিনে গাজায় ৬ হাজার বোমা ফেলেছে, যার প্রতিটির ওজন ৪ হাজার টন।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৬ হাজারের অধিক আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় প্রায় ১ হাজার ৩০০ ইসরাইলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৪০০ জন।
ইসরাইল দ্বারা অবরুদ্ধ গাজায় ২৩ লাখ লোকের বাসস্থান। যার মধ্যে অর্ধেক শিশু। ইসরাইলের অবিরাম বোমাবর্ষণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ফলে লাখ লাখ ফিলিস্তিনির তাদের বাড়ি ছেড়ে পালিয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন:
- হামাস-ইসরাইল যুদ্ধ: ‘আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ’
- সময় এলে আমরা পদক্ষেপ নেব: হিজবুল্লাহ
- ২৪ ঘণ্টায় গাজার ১১ লাখ বাসিন্দাকে সরার নির্দেশ ইসরাইলের
- জিম্মিদের মুক্তি না দিলে বিদ্যুৎ-পানি পাবে না গাজা: ইসরাইল
- হামাসের সঙ্গে সম্পর্কিত ১ হাজার এক্স অ্যাকাউন্ট বাতিল
- ইসরাইলে গুপ্ত হামলা: হামাসের কে এই দেইফ
- মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল ইসরাইল-হামাস যুদ্ধ: পুতিন
- ইসরাইলের হামলায় ৩ সাংবাদিক নিহত
- হামাসের হামলায় ১২৩ ইসরাইলি সেনা নিহত
- ১৫০০ হামাস যোদ্ধার মরদেহ উদ্ধার: ইসরাইল
- আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরাইল
- ইসরাইলে হামলার কারণ জানাল হামাস
- হামাসকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা
- ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুঁড়েছে হামাস
সারাবাংলা/এনএস