Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৩ ১৭:০৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৯:১৩

নায়ারণগঞ্জ (সোনারগাঁও) থেকে: বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও বিশৃঙ্খলা রাজপথে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। শুক্রবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজসংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেবো না। দেশের এই উন্নয়ন অব্যাহত থাকবে। বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য আমরা চারদলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময়ে যেভাবে কাঁচপুর ব্রিজ অবরোধ করেছিলাম, অবস্থান নিয়েছিলাম- এখন আমরা নারায়ণগঞ্জবাসী আবারও কাঁচপুর ব্রিজে অবস্থান নেবো। আমরা এখানে যারা এসেছি তারা প্রতিজ্ঞা নিয়ে যাবো, এই বিরোধী দলীয় জোটকে আর কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেব না।’

বিজ্ঞাপন

২০৪১ সালের মধ্যে যদি আমরা উন্নত দেশের দিকে যেতে চাই তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসে তবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আমরা এখানে যারা এসেছি তারা প্রতিজ্ঞা নিয়ে যাবো, এই বিরোধী দলীয় জোটকে আর কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেব না। আগামী নির্বাচনে আবারও আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবো, প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও নির্বাচিত করবো।’

শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শান্তি সভায় আরও উপস্থিত হন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বিজ্ঞাপন

এছাড়াও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াও সমাবেশে যোগ দেন।

এদিকে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজসংলগ্ন মাঠে শুরু হওয়া এই সমাবেশ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা আড়াইটায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শান্তি সমাবেশ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন রাস্তা ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে৷ কাঁচপুর ব্রিজের আশেপাশে সাজ সাজ রব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থাকে, বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। নারায়ণগঞ্জের ৫টি উপজেলা থেকেই বিশাল ও বর্ণিল মিছিল আসতে থাকে।

রূপগঞ্জ উপজেলা থেকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নেতৃত্বে আসা মিছিল ছিলো চোখে পড়ার মতো।  নেতাকর্মীরা ‘গাজী গাজী’ স্লোগানে সমাবেশ মাঠ মুখর করে তোলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

গোলাম দস্তগীর গাজী নৈরাজ্য বিএনপি-জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর