Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীর মেগাপ্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৩ ১৫:৫২

চাঁদপুর: দেশে চলমান বড় মেগাপ্রজেক্টগুলো শেষ হলে আগামীর মেগাপ্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে এক সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে জেলার সংবাদিকদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধুমাত্র বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের অনুদান দেওয়ার উদ্যোগ চালু করেছে। এটা অন্য কোনো সরকার করতে পারেনি।’

সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)। সংবর্ধিত অতিথি ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক মো. শাহাবুদ্দিন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহছান উল্লাহর সভাপতিত্বে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুধীজনরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ মেগাপ্রকল্প শিক্ষা ও স্বাস্থ্যখাত শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর