Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৩ ১৪:৫৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৭:১৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ঘটনা দুটি ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর জানান, সকাল সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীরচর মাদবর বাজার লোহার ব্রিজের পাশে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি ব্যাগে দাঁড়িপাল্লা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি কোনো কিছুর ব্যবসা করেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

আব্দুল আউয়াল নামে এক পথচারী জানান, তেজগাঁ নাখালপাড়া ও পুলপাড় এলাকার মাঝামাঝি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তেজগাঁও থেকে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে তিনি ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

দুর্ঘটনা নিহত রাজধানী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর