Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাস সাহেবের মুরুব্বিদের সঙ্গে কথাবার্তা শেষ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৯:১০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ২৩:৩৩

ফাইল ছবি: ওবায়দুল কাদের

ঢাকা: দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা; তাই আগামীতে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেন, পিটার হাস সাহেব ফখরুল সাহেবকে কী স্বপ্ন দেখিয়েছে? ফখরুল সাহেব ক্ষমতা অনেক দূরে। পিটার হাস সাহেবের মুরুব্বিদের সঙ্গে কথাবার্তা শেষ। উচ্চ পর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। তলে তলে যখন সব শেষ, তখন আর এইসব করে লাভ কী?

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের সর্বশেষ বক্তৃতা শুনে মনে হলো, এখনও তত্ত্বাবধায়ক সরকারের মরা লাশ নিয়ে টানাটানি করছে। তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ। আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। গোরস্থান থেকে ফখরুল এখন ওই মরা লাশ টেনে আনছেন। এই মরা লাশে মুক্তি আসবে না।’

মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘আপনাকে বলি, নির্বাচন হবেই বাংলাদেশে। ইনশাল্লাহ হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে থাকলে এই দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন হবে, শান্তিপূর্ণ হবে। এই দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা। এই দেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করবেন।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব নির্বাচনে না এলে আমও যাবে ছালাও যাবে। দুটোই হারাবেন। নির্বাচনে আসনে। দুনিয়াব্যাপী আপনারা শেখ হাসিনার বদনাম করেছেন। দেশে দেশে বদনাম করেছেন। আর বদনাম ঘোচানোর জন্য শেখ হাসিনা এমন নির্বাচন করবেন যেই নির্বাচন হবে নজিরবিহীন।’

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, খেলার জন্য সবাই প্রস্তুত হয়ে যান। সামনেই আসছে সেমিফাইনাল, তাপরে ফাইনাল। সামনে আরও দুই মাস। এখনই তোমরা বেশি ক্লান্ত হইয়ো না। সবদিক থেকে খেলা হবে। ওরা কিন্তু খেলায় ফাউল করবে। ফাউলের জবাব দিতে হবে। লাল কার্ড দেখাতে হবে। তৈরি হয়ে যান। এবার কিন্তু ছাড় নেই।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন আর বিদেশিরা ওইভাবে আসে না। এলে পাত্তাও দেয় না। তখন দৌড়ে যায় পিটার হাসের কাছে। ঘুম থেকে উঠেই চলে যায় পিটার হাসের কাছে। দুপুরে লাঞ্চ করতে যায় পিটার হাসের কাছে। সন্ধ্যার পর নাস্তা করতে যায় পিটার হাসের সঙ্গে। হাস সাহেব ফখরুলকে কী স্বপ্ন দেখিয়েছে।’

বিজ্ঞাপন

ক্ষমতার স্বপ্ন দেখে লাভ নেই জানিয়ে তিনি বলেন, ‘ফখরুল সাহেব দিল্লি বহুদূরে, ক্ষমতা অনেক দূরে। ক্ষমতার পথ আপনারাই বন্ধ করে দিয়েছেন। পিটার হাস সাহেব কী করবেন? ভিসা নীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন? পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন? ঢাকায় তাণ্ডব করবেন। সেই খেলা খেলতে দেব না। সেই খেলা, সন্ত্রাসের খেলা- বিএনপিকে এবার আমরা খেলতে দেব না।’

নেতাদের লম্বা বক্তব্য দেওয়ার ব্যাপারে বিরক্তি প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ধ্যা নেমে গেছে। একটু সময় রাখবেন সভাপতি সাহেব। সাধারণ সম্পাদককে প্রধান অতিথি করে সময় দেবেন পাঁচ মিনিট। কী বলতে কী বলব।’ পাশাপাশি মাগরিবের নামাজের সময় মহানগর নেতাদের মিছিল না করারও কড়া নির্দেশ দেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ মহানগর নেতারা। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ পিটার হাস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর