‘কেউ বাংলাদেশকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারবে না’
১২ অক্টোবর ২০২৩ ১৮:৩৮
টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, যত রকম স্যাংশন দেওয়া হোক, জেল জুলুমের ভয় দেখানো হোক। প্রয়োজনে আমরা জেলে যাব তবুও কোনো চাপের মুখে নতি শিকার করব না।
তিনি বলেন, কেউ বাংলাদেশকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল জুলুম দেখে ভয় পায় না।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পৃথিবীর কোথায় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। বিএনপি চায় আগামী নির্বাচনে বিজয়ের নিশ্চয়তা দেওয়া হোক। এটাতো কোনদিন সম্ভব না।
তিনি বলেন, বিএনপি যত বড় দল হোক। আন্দোলনে ব্যর্থ হয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে দিশেহারা হয়ে যাবে।
কৃষিমন্ত্রী বলেন, দেশে ডিম আমদানি সুযোগ দেওয়া হয়েছে। কেউ যদি আমদানী না করে কি করবো।
সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়োহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, আহসানুল ইসলাম টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনইউ