Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেকোনো সিন্ডিকেট ভাঙতে প্রস্তুত ডিএমপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৫:৪৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৮:৪০

ঢাকা: ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মনিটরিং কমিটি সিন্ডিকেট নিয়ন্ত্রণে চালানো অভিযানের সঙ্গে এখন পুলিশও থাকবে। প্রয়োজনে বড় বড় বাজারে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের পুলিশও অংশগ্রহণ করবে, যাতে করে যেকোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। যেকোনো সিন্ডিকেট ও যেকোনো অপতৎপরতা সমূলে নষ্ট করতে আমরা বদ্ধপরিকর।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সাভায় তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘বাজারে কোনো জিনিসের স্বল্পতা নেই। কিন্তু কিছু কিছু বিষয়ে স্বার্থান্বেষী মহলের কারণে সংকট তৈরি হয়। আগে দৌলতদিয়া ঘাটে অনেক কাঁচা মাল আটকে থেকে পঁচে যেত। পদ্মা সেতু হওয়ার পর সেখানে এখন আর কোনো মালামাল আটকে থাকছে না।’

নির্বাচন সামনে রেখে বাজার অস্থিতিশীলতার শঙ্কায় রয়েছেন কি না— সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সুনির্দিষ্ট কোনো শঙ্কা নেই। সমন্বয়ের কিছুটা অভাব রয়েছে। আমাদের যেই মনিটরিং ব্যবস্থা রয়েছে, এটা ভোক্তা অধিকার বা পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজারে দ্রব্যমূল্য নির্ধারিত হয় চাহিদা যোগানের ভিত্তিতে। বিশ্বের সঙ্গে বাংলাদেশ তাল মিলিয়ে চলছে।’

তিনি বলেন, ‘যেই অপতৎপরতা আমরা দেখতে পেয়েছি সকল জিনিসের পর্যাপ্ত সরবরাহ আছে। কোনো ব্যবসায়ী বলেনি, কোনো পণ্য পাওয়া যাচ্ছে না। সব পাওয়া যাচ্ছে এবং যেই দাম তা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখা হচ্ছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সবজি উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ তৃতীয়। আমাদের এমন থাকার কথা নয়। যেই বিষয়টি তা হলো সমন্বয়ের অভাব, সবাই একসঙ্গে কাজ করলে, সবাই সহযোগিতা করলে তখন অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।’

সিন্ডিকের পেছনে রাজনৈতিক যোগসূত্রতা রয়েছে সেটা ভাঙা সম্ভব কি না— এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সিন্ডিকেটের বিষয়ে কোনো রাজনৈতিক কারও অপতৎপরতা আছে, এটি আমাদের কাছে পরিষ্কার নয়। গোয়েন্দা সংস্থা কাজ করছে। যদি এ ধরনের কোনো কিছু আসে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ডিএমপি যেকোনো অবস্থায় তৎপর। যেকোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার সক্ষমতা ডিএমপির রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনএস

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর