Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার বাংলা বিনির্মাণে জনগণের আস্থার প্রতীক পুলিশ: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৪:৪৬

রাজশাহী: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নবীন পুলিশ অফিসার হিসেবে মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমরা হবে জনগণের আস্থার প্রতীক জনগণের পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৩৯তম ক্যাডেট এসআই ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বর্তমান সরকার পুলিশের জনবল, আধুনিক যুগোপযোগী প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের আইনী সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এই মহান দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ।’

আইজিপি বলেন, ‘এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে মামলা তদন্ত, দেশের নাগরিকদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলারক্ষা এবং গণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার এক অনবদ্য সুযোগ তোমরা পাবে। নিরপক্ষে ও সুষ্ঠু মামলা তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রাথমিক ধাপ সম্পন্ন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জনগণের আস্থার প্রতীক হয়ে উঠার সুযোগ রয়েছে তোমাদের।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর যেকোনো দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে। বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতা জয় করে একটি স্থিতিশীল মর্যাদা রাষ্ট্র হিসেবে পরিচিত। বর্তমান সরকার দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং দুর্নীতি নির্মূলে অঙ্গীকারবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

বিজ্ঞাপন

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘মানবাধিকারের সুরক্ষা এবং সমাজে নারী-শিশুদের প্রতি বিশেষ আইনি সহায়তা প্রদান করা পুলিশের অতি গুরুত্বপূর্ণ কাজ। মাঠ পর্যায়ে গিয়ে পুলিশ একাডেমি থেকে লব্ধ জ্ঞান তোমরা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবে বলে আমি বিশ্বাস করি। প্রতিনিয়ত অনুশীলন, জ্ঞানচর্চা ও বাস্তব জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। নিজেকে সমৃদ্ধ করতে হবে যা জনকল্যাণে তোমরা ব্যবহার করবে। আমি তোমাদেরকে সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশ প্রেমের মহান ব্রত নিয়ে স্বীয় কর্তব্য পালনের আহ্বান জানাচ্ছি। তোমাদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের প্রতি আমি আস্থা রাখতে চাই।’

সারাবাংলা/ইআ

আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর