Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা হাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ১৩:৫৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৫:৫১

খাগড়াছড়ি: দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জেল হাজতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. লোকমান (৪৮)। আদালতের নির্দেশে গত ৮ অক্টোবর থেকে হাজতে আছেন এই পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত ৭ অক্টোবর খাগড়াছড়ি পুলিশ লাইন্সের পুলিশ সদস্য সাদিয়া আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা করেন।

খাগড়াছড়ি পুলিশ লাইন্সের সি-স্টোর ইনচার্জের দায়িত্বে আছেন এসআই লোকমান। (৪৮)। তিনি লক্ষিপুর জেলার সদর উপজেলার টুমচর গ্রামের মৃত রফিক উল্ল্যাহর ছেলে।

অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, মামলার বাদী এজাহার উল্লেখ করেন, সাব ইন্সপেক্টর লোকমান তার (এজাহারকারী) ১০ বছর বয়সী ফুফাতো বোনকে ফুসলিয়ে গত ২০ সেপ্টেম্বর রাত ৭টা হতে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার পরে যেকোনো সময় খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের সরু গলির বাকে দেয়ালের পাশে নিয়ে ধর্ষণ করেন।

তবে লোকমানের আত্মীয় মোত্তাকিন ও রাফাত জানান, এজাহারকারী ও তার স্বামীর সঙ্গে বিরোধ থাকায় তার শিশুটিকে ব্যাবহার করে মামলা করেছেন। ঘটনা সত্য হলে ১৫/১৭ দিন পরে মামলা হবে কেন? সুষ্ঠু তদন্ত হলে পুলিশ কর্মকর্তা লোকমান নির্দোষ প্রমাণিত হবেন।

এই বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়। মামলা হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত সত্য কি।’

সারাবাংলা/জেএম/এনএস

খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর