ছাত্রশিবিরের মিছিল ‘লাশের রাজনীতি কায়েমের’ চেষ্টা: ঢাবি ছাত্রলীগ
১২ অক্টোবর ২০২৩ ১১:৩১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১৩:১৯
ঢাবি: রাজধানীর মতিঝিলে ছাত্রশিবিরের মিছিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের ঢাবি শাখার নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, ছাত্রশিবিরের এই মিছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে লাশের রাজনীতি কায়েম করার একটি প্রচেষ্টা।
বুধবার (১২ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল বের করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এর আগে, দুপুরে রাজধানীর মতিঝিলে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ছাত্রশিবিরের এই মিছিলের প্রতিবাদে ‘প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম’ শীর্ষক ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মী বলেন, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের ধর্মভিত্তিক সংগঠন চান না। মতিঝিলে ছাত্রশিবিরের মিছিলকে বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মভিত্তিক রাজনীতি সক্রিয় করার প্রচেষ্টা হিসেবে দেখছেন তারা।’
কর্মসূচিতে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘ছাত্রশিবিরের এই মিছিল নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল ক্যাম্পাসে লাশের রাজনীতি কায়েমের চেষ্টার অংশ। ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করে লাশের রাজনীতি কায়েম করতে চায়। ছাত্রশিবিরের আজকের এই মিছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার একটি পদক্ষেপ।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো স্বার্থে বুকের রক্ত দিয়ে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় সক্রিয় ভূমিকা পালন করবে।’
ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি চান না জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইউসুফ তুহিন বলেন, ‘আমরা হুঁশিয়ারি দিতে চাই- যদি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা দেশের কোথাও এমন সাম্প্রদায়িক কাজে দেখা যায়, তাহলে ঢাবি শিক্ষার্থীরা এবং প্রগতিশীল মানুষেরা এর তীব্র প্রতিবাদ জানাবে।’
প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য পারিশা মেহজাবিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ সভাপতি রাশেদ হোসেন, উন্মুক্ত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ, জগন্নাথ হল ছাত্রলীগের সদস্য কথক বিশ্বাস জয়।
সারাবাংলা/আরআইআর/ইআ