দুদকের গণশুনানি: ৭ দিনে অভিযোগ নিষ্পত্তির প্রতিবেদন
১২ অক্টোবর ২০২৩ ১০:১৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ১০:২৭
কক্সবাজার: জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনের দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
আগামী ৭ দিনের মধ্যে এসব অভিযোগের নিষ্পত্তি ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন দুদক কমিশনার। সরকারি বিভিন্ন দফতরে সেবা পেতে হয়রানি, ঘুষ বা দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (১১ অক্টোবর) সকালে শুরু হয়ে গণশুনানি চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এসময় ১০৫ জন ভুক্তভোগী ও সেবা প্রত্যাশীদের মধ্যে ৭৯টি অভিযোগের নিস্পত্তি করা হয়। গণশুনানিতে উত্থাপিত অধিকাংশ অভিযোগ ছিল ভূমি সংক্রান্ত।
এতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা, সদর উপজেলা ভূমি অফিস, জেলা রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রার অফিস, সমবায় কার্যালয়, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিরুদ্ধেও অভিযোগ করেন সেবাগ্রহীতারা।
অনুষ্টিত হওয়া শুনানি এবং অনুত্থাপিত অভিযোগের ব্যাপারে আগামী ৭ দিনের মধ্যে এসব অভিযোগের নিষ্পত্তি ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন দুদক কমিশনার মো. জহুরুল হক। গণশুনানি সঞ্চালনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান।
এসময় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ সকল সরকারি দফতরের প্রধান ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ওএফএইচ/এনএস