Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা শামছ উদ্দিনের কবর জিয়ারত করলেন লতিফ সিদ্দিকী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৩ ০১:১৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ০১:৫২

ঢাকা: বঙ্গবন্ধুর স্নেহধন্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতকদের দ্বারা নির্মম কারা নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে শয্যাগত থেকে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা মরহুম শামছ উদ্দিন আহমেদের কবর জিয়ারত করেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী ও প্রয়াত শামছ উদ্দিন রণাঙ্গণের সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মী।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শামছ উদ্দিনের বাড়িতে গিয়ে লতিফ সিদ্দিকী কবর জিয়ারত করেন। স্মরণ করেন নিজের সহযোদ্ধাকে। বুধবার (১১ অক্টোবর) শামছ উদ্দিনের ছোট ছেলে সামিউল আমিন সারাবাংলাকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘ষাটের দশকে ময়মনসিংহে মোনায়েম খাঁ, হান্নান এরা ত্রাসের রাজত্ব করত। শামছ উদ্দিন আহমেদ খণ্ড খণ্ড সাহসিকতার নাম নয়, বরং শামছ উদ্দিন আহমেদ মানেই একটি সাহস। মুক্তিযুদ্ধে তার অবদান কিংবা পঁচাত্তরের ১৫ আগস্ট পরবর্তী সময়ে তার অবদান কখনোই ভোলার মতো নয়।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বীর মুক্তিযোদ্ধা শামছ উদ্দিন আহমেদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ও ছোট ছেলে সক্রিয় রাজনীতিতে যুক্ত। ছোট ছেলে সামিউল আমিন ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য।

সারাবাংলা/ইএইচটি/টিআর

বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী শামছ উদ্দিন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর