Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ ব্যবসায়ীদের দল-মত হিসেবে বিবেচনা করে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ২৩:৩৩

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ কখনো ব্যবসায়ীদের দল-মত হিসেবে বিবেচনা করে না। যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে ভালো আছেন ব্যবসায়ীরা।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে নওগাঁ শহরের কনভেনশন সেন্টারে ব্যবসায়িক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি এই ব্যবসায়িক মিলন মেলার আয়োজন করেন।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্যবসায়ীদের সংগঠন দ্য ফেডারশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। সরকার কোনো ব্যবসায় হস্তক্ষেপ করে না। সে যে কোনো দলেরই হোক না কেন। মায়ের কোলে থেকেই ব্যবসায়ীরা ব্যবসা করছেন।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ব্যাবসায়ীদের মানবিক হতে হবে। জনগণকে ভালোবেসে ব্যবসায়ীদের লক্ষ্য রাখতে হবে, ভোক্তাদের যাতে কোনো কষ্ট না হয়।’

মন্ত্রী বলেন, ‘জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে। নওগাঁ শহরের তীব্র যানজট দূর করতে চার-লেন সড়ক নির্মাণ কাজও শুরু হবে শিগগিরই। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দু’দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।’

নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই সহ-সভাপতি আনোয়ার সাদাত সরকার, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ ব্যবসায়ী নেতারা।

বিজ্ঞাপন

এর আগে, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিল’র স্মৃতি রক্ষায় ‘আব্দুল জলিল কনফারেন্স’ রুমের উদ্বোধন করেন বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম।

সারাবাংলা/পিটিএম

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর