Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ২৩:২১

বেনাপোল: ভারতের পেট্রাপোল বন্দরে নাজমুল শাহাদৎ বাবলু নামে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

জানা যায়, বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্টাপোল বন্দরে পাটজাতীয় পণ্য নিয়ে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। গাড়িতে থাকা মালামাল খালি না হওয়ায় শাহদৎ পেট্টাপোল বন্দরে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ১০টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাড়ির ভিতরে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে তার মরদেহ বাংলাদেশে আনা হবে।

সারাবাংলা/এমও

ট্রাক চালক পেট্রাপোল বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর