Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ২১:১৯

ফাইল ছবি: গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম, পেয়াঁজ ও আলু। দেখার যেন কেউ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে।

বুধবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে; কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভীদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না।

তিনি বলেন, গেল ১৪ সেপ্টেম্বর ৬৪ থেকে ৬৫ টাকায় প্রতিকেজি পেয়াঁজ, ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রকৃত সত্য হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে একদিনও ডিম, পেয়াঁজ ও আলু বিক্রি হয়নি বাজারে।

বর্তমানে বাজারে প্রতিকেজি পেয়াঁজ ১০০ থেকে ১০৫ টাকা, প্রতিকেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আয় না বাড়লেও ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ ও চাহিদা মোতাবেক সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে হবে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

আইওয়াশ জাতীয় পার্টি জি এম কাদের টপ নিউজ মোবাইল কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর